Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

In the annual report of the financial year 2022-2023 published by the Directorate of Land Records and Survey, the survey achievements of Dinajpur zone and maximum 11 images have been published.

দিনাজপুর জোনের জরিপের সাফল্যগাঁথা


জাতির জনকের স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে দিনাজপুর জোনে আনুষ্ঠানিকভাবে জরিপের যাত্রা শুরু হয় ২০১২ সনে। এর পূর্বে  জোনের সার্বিক কার্যক্রম পরিচালিত হতো রংপুর ও বগুড়া জোনের অধীনে। দিনাজপুর জোনের মাঠ জরিপ কার্যক্রম শুরু হয়: দিনাজপুর জেলা ২০০৩-০৫, ঠাকুরগাঁও জেলা ২০০৭-০৮, পঞ্চগড় জেলা ২০০৭-০৯। দিনাজপুর জোনের আওতাভুক্ত জেলার সংখ্যা : ০৩টি, উপজেলার সংখ্যা ২৩টি, মৌজা সংখ্যা ৩,১০৯ টি এবং আয়তন ৬৬,৬১১.৬৭ বর্গ কি.মি.।


স্তরভিত্তিক অর্জন:

আপত্তি স্তর: ৩,০০৬ টি মৌজার ১১,০৯,৩৬৬ টি আপত্তি মামলার মধ্যে ২,৮৮৬ টি মৌজার ১০,৯১,৮২৬ টি আপত্তি মামলা নিষ্পত্তি করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে মোট ০১ লক্ষ আপত্তি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

আপীল স্তর: আপীল স্তরে ২,৮৮৬ টি মৌজার ৭৭,৬২০ টি মামলার মধ্যে ১,৯২২ টি মৌজার ৫৯,৮৬১ টি আপীল মামলা নিষ্পত্তি করা হয়েছে। অবশিষ্ট মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নকশা কলিকরণ: ডি/ম্যান স্বল্পতার কারণে নকশা চূড়ান্ত যাঁচ, কালিকরণ, স্টাপিং কাজ অসমাপ্ত থাকায় বিপুল সংখ্যক মৌজা মুদ্রণের জন্য পেন্ডিং থাকতো। স্থানীয়ভাবে বেকার তরুন/তরুণীদের প্রশিক্ষণ দিয়ে পেন্ডিং নকশা চূড়ান্তকরণের কাজ সম্পন্ন করা হচ্ছে। আগষ্ট/২৩ পর্যন্ত প্রায় ১,২১৯টি মৌজার ২,০৪৭টি শীটের চূড়ান্ত কালিকরণ সমাপ্ত করে মুদ্রণের জন্য প্রেসে প্রেরণ করা হয়েছে। এ উদ্যোগের ফলে এ স্তরে আর কোন নকশার কাজ পেন্ডিং থাকছে না।

অনলাইন অটোমেশন সফটওয়্যার: দিনাজপুর জোনের প্রায় ১৭ লক্ষ খতিয়ানের মধ্যে ১৪ লক্ষ খতিয়ানের ডাটা অনলাইন অটোমেশন সফটওয়্যারে এন্ট্রি করা হয়েছে। যা সারদেশে এন্ট্রিকৃত মোট খতিয়ানের ৬০%। অনলাইন অটোমেশন সফটওয়্যারটি জরিপ অধিদপ্তরের একটি অনবদ্য উদ্ভাবন। এ সফটওয়্যার ব্যবহারের ফলে চূড়ান্ত যাঁচ, ফেয়ারকপি, প্রিন্টসহ জরিপের সকল কাজ দ্রুত সমাপ্ত করা সম্ভব হচ্ছে। পাশাপাশি রেকর্ডে টেম্পারিং, ওভারলেপিং বন্ধে কার্যকর ভূমিকা রাখছে। ভূমিমালিকগণ হয়রানি ছাড়াই খতিয়ানের তথ্য ঘরে বসে জানতে পারছেন। এর ফলে গত ০৩ বছরে দিনাজপুর জোন হতে দ্রুততম সময়ে চূড়ান্ত যাঁচ সম্পন্ন করে প্রায় ১০৫০ টি মৌজা মুদ্রণের জন্য প্রেরণ করা সম্ভব হয়েছে।

মুদ্রণের জন্য প্রেসে প্রেরণ ও হস্তান্তর: এ জোনের অধীন ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে বোঁচাগঞ্জ উপজেলার ১৩৫ টি এবং খানসামা উপজেলার মোট ৫৭ টি মৌজার চূড়ান্ত  যাঁচ ও ফেয়ারকপি সমাপ্ত করাসহ  সর্বমোট ১,১৭৫টি মৌজার ৪,৪৯,৭২২টি খতিয়ান ও ২,০০৯টি সিট মুদ্রণের জন্য প্রেসে প্রেরণ করা হয়েছে। ২০১৮ সনে এ জোনের ৬৯টি মৌজা হস্তান্তর হয়। ২০১৮-২৩ পর্যন্ত ইতোমধ্যে ৫৮৯টি মৌজার জরিপ কাজ সম্পন্ন করে জেলা প্রশাসক এর নিকট হস্তান্তর করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে আরও ৫০০টি মৌজা হস্তান্তরের কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


পেন্ডিং জরিপ কাজ দ্রুততম সময়ে সমাপ্তির লক্ষে গৃহিত কার্যক্রম: এ জোনের পেন্ডিং কাজ দ্রুত সমাপ্তির লক্ষে উপজেলা অফিসসমূহে কর্মকর্তা/কর্মচারীর সমন্বয়ে টিম গঠন করে চূড়ান্ত যাঁচ সম্পন্ন করা হচ্ছে। সকল উপজেলা সেটেলমেন্ট অফিসে মানসম্মত নতুন কম্পিউটার ও প্রিন্টার সরবরাহ করা হয়েছে। পস মেশিনের ম্যধ্যমে চূড়ান্ত প্রকাশনা স্তরে  খতিয়ান বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কাজের স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে সি,সি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

শত বছরের মালিকানাহীন (কাগজপত্র) ছিটমহলবাসীদের পরিবারকে মালিকানা প্রদান: ডিজিটাল পদ্ধতিতে ২০১৫ সালে দিনাজপুর জোনের অধীন পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর, বোদা ও দেবীগঞ্জ উপজেলার ৩৬টি ছিটমহলের ১৭টি মৌজার জরিপ শুরু করে মাত্র ০৩ (তিন) বছরের কম সময়ে ১৬টি মৌজার ২৬,০০০টি খতিয়ান ও ম্যাপ চূড়ান্তভাবে হস্তান্তর করা হয়।


সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা ও জনবান্ধব ডিজিটাল জরিপ বিষয়ক কর্মশালা: “ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল” এ স্লোগানকে সামনে রেখে  ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আয়োজনে গত ১৩/০৯/২০২৩ তারিখে জেলা প্রশাসক, দিনাজপুর এর সম্মেলন কক্ষে দিনাজপুর জেলা প্রশাসক জনাব শাকিল আহমেদ এর সভাপতিত্বে স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা ও জনবান্ধব ডিজিটাল জরিপ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত থেকে কর্মশালা শুভ উদ্বোধন করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) জনাব মোঃ আব্দুল বারিক। উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জনাব মোঃ এজাজ আহম্মেদ জাবের, পরিচালক (ভূমি রেকর্ড), জনাব মোঃ ইসমাইল হোসেন, পরিচালক (প্রশাসন), জনাব আবি আব্দুল্লাহ, উপপরিচালক (অর্থ ও বাজেট)। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন জনাব মোঃ শামছুল আজম, জোনাল সেটেলমেন্ট অফিসার, দিনাজপুর। দিনাজপুর জেলার সকল ADC/UNO, বীরমুক্তিযোদ্ধা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কুল মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, ভূমিমালিকসহ বিভিন্ন  শ্রেনি পেশার সুধিবৃন্দের উপস্থিতিতে এক সফল কর্মশালা অনুষ্ঠিত হয়। এছাড়া ২০২২-২৩ অর্থবছরে এ জোনের অধীন ০৩টি জেলার বিভিন্ন উপজেলায় ডিজিটাল/ম্যানুয়াল জরিপ বিষয়ে জরিপ বিভাগের কর্মকর্তা/কর্মচারীসহ স্থানীয় অংশীজনের সাথে  ১০টি সভা এবং জোনাল সেটেলমেন্ট অফিসে ০৩ টি সভা আয়োজন করা হয়।


ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সদয় দিক নির্দেশনায় দিনাজপুর জোনের পেন্ডিং জরিপ কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি রেকর্ড ও নকশা হস্তান্তরের দৃশ্যমান অগ্রগতি সাধন সম্ভব হয়েছে।