এক নজরে দিনাজপুর জোন।
দিনাজপুর জেলার ১৩টি উপজেলা, ঠাকুরগাঁও জেলার ০৫টি উপজেলা ও পঞ্চগড় জেলার ০৫টি উপজেলা মোট=২৩টি উপজেলার ৩১০৯ টি মৌজা নিয়ে এ দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিস। যার আয়তন ৭৮৫৩৮৪.৯৮ বর্গ কি.মি.।
মাঝারী শহর উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুর শহরের ২৪টি মৌজা, দিনাজপুর জেলার বিরল উপজেলার ০১টি মৌজা মোট ২৫টি মৌজা এবং পঞ্চগড় শহরের ০৭টি মৌজার ভ‚মি রেকর্ড জরিপ কাজ যথাক্রমে জোনাল সেটেলমেন্ট অফিস, রংপুর এবং জোনাল সেটেলমেন্ট অফিস,বগুড়া’র অধিনে শেষ হয়েছে। যার মুদ্রিত খতিয়ান চূড়ান্ত প্রকাশনা শেষে গেজেট বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে ৫৮৯ টি মৌজা চূড়ান্ত প্রকাশনা শেষে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরসমুহে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ২৫২০ টি মৌজায় জরিপের বিভিন্ন স্তরের কাজ চলমান আছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেএী শেখ হাসিনার নেতৃত্বে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি গত ৩১ জুলাই ২০১৫ খ্রি. তারিখ থেকে কার্যকর হয়। সেপ্রেক্ষিতে সরকারের সিদ্ধান্ত মতে দিনাজপুর জোনের অধীন পঞ্চগড় জেলা ৩টি উপজেলা (১) পঞ্চগড় সদর (২) দেবীগঞ্জ ও (৩) বোদা উপজেলায় অবস্থিত মোট ৩৬টি বিলুপ্ত ছিটমহলবাসীদের ভূমির মালিকানা প্রদানের লক্ষে ডিজিটাল পদ্ধতিতে নকশা প্রনয়ণ ও রেকর্র্ড প্রস্তত এর কাজ শুরু করা হয়। যথারীতি নকশা প্রণয়ন সহ রেকর্ডের মাঠ পর্যায়ে সর্বস্তরের কাজ ইতোমধ্যে দ্রæততম সময়ে সমাপ্ত করা হয়েছে। ৩৬ টি বিলুপ্ত ছিটমহল থেকে সৃষ্ট ১৭ টি মৌজার মধ্যে সবগুলো মৌজার রেকর্ডের চূড়ান্ত প্রকাশনা দেওয়া হয়েছে। কিন্তু মহামান্য হাইকোর্ট বিভাগে রিট মামলার কারণে ০১টি মৌজার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ স্থগিত রয়েছে।
* ম্যানুয়াল জরিপে অসমাপ্ত কাজ সমাপ্তির বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ২২৩৮টি মৌজার প্রায় ১৪ লক্ষ খতিয়ান ডাটাএন্ট্রির কাজ সমাপ্ত হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে ০১ লক্ষ আপত্তি মামলা বিশেষ উদ্যোগে নিষ্পত্তি করা হয়ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS