Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Achievements

আমাদের অর্জনসমূহ


বর্তমান গণতান্ত্রিক সরকার রূপকল্প-২০২৩ বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার এক মহতী লক্ষ্য নির্ধারণ করে। এ লক্ষ্য অর্জনে ভূমিকা রাখার জন্য জোনাল সেটেলমেন্ট অফিস দিনাজপুর এর সূচনালগ্ন থেকে মোট ৩১০৯ টি মৌজার মধ্যে  তসদির স্তরে মৌজা ৩০৪২টি, খতিয়ান ১৭১০৪৯৭ টি, ডিপি স্তরে মৌজা ৩০০৩ টি, খতিয়ান ১৬৪৫৮৬৭টি, আপত্তি স্তরে মৌজা ২৮৭৫টি,  কেস ১০৮৩৪১২ টি, আপীল স্তরে মৌজা ১৮৮২ টি, কেস ৫৮১১৮ টি,  নিস্পত্তি করা হয়েছে। ৮৫৩ টি মৌজা চূড়ান্ত প্রকাশনা সমাপ্ত হয়েছে। ৫৮৯ টি মৌজা গেজেট বিজ্ঞপ্তি প্রকাশঅন্তে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হয়েছে

       জোনাল সেটেলমেন্ট অফিস দিনাজপুর এ কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ  ডিজিটাল জরিপ (জিআইএস,ইটিএস, আরজিএস,বেসিক কম্পিউটার) সার্ভে এন্ড সেটেলমেন্ট বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। কাজের স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে সি,সি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ জোনের জোনাল কার্যালয়ে ও উপজেলা কার্যালয়ে সার্বক্ষনিক ইন্টারনেট ব্যবস্থা চালু করা হয়েছে। ডিজিটাল কার্যক্রম এগিয়ে নেয়ার লক্ষ্যে অফিসে সকল নথি “ডি- নথি” এর মাধ্যমে নিষ্পন্ন  করা হচ্ছে।  ক্রাশ প্রোগ্রামের আওতায় ০২টি উপজেলার জরিপ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।