জোনাল সেটেলমেন্ট অফিসার, দিনাজপুর এর রূপকল্প (Vision) অভিলক্ষ্য (Mission) কৌশলগত উদ্দেশ্যসমূহ এবং কার্যাবলি।
১.১ রূপকল্প (Vision):
জনবান্ধব ও নির্ভুল ভূমি মালিকানা প্রতিষ্ঠা করা।
১.২ অভিলক্ষ্য (Mission) :
দক্ষ প্রযুক্তি নির্ভর ও টেকসই ভূমি জরিপ ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি মালিকদের সঠিক মালিকানা তথ্য নিশ্চিতকরণ।
১.৩.কৌশলগত উদ্দেশ্যসমুহ (Strategic Objectives):
১.৩.১. জোনাল সেটেলমেন্ট অফিস,দিনাজপুর এর কৌশলগত উদ্দেশ্যসমুহ :
১. আধুনিক প্রযুক্তি প্রয়োগে ভূমি জরিপ কাজে দক্ষতা বৃদ্ধি।
২. নির্ধারিত সময়ে নির্ভুল স্বত্বলিপি প্রণয়ন।
৩. সফটওয়ারে মৌজা খতিয়ানের ডাটাএন্ট্রির মাধ্যমে স্বল্পতম সময়ে নির্ভুল স্বত্বলিপি প্রণয়ন।
১.৩.২ আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যসমুহ :
১. শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়ন।
২. ই-গর্ভন্যান্স/ উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন।
৩. তথ্য অধকিার কর্মপরিকল্পনা বাস্তবায়ন।
৪. অভিযোগ প্রতিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন।
৫. সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা বাস্তবায়ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস