Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

জোনাল সেটেলমেন্ট অফিস, দিনাজপুর এর অধীন বিভিন্ন উপজেলায় ভূমিমালিকগণকে ফি সহ এবং ফি ছাড়া যে সকল সেবা প্রদান করা হয় তার তালিকা নিম্নে প্রদত্ত হল।

ফি ছাড়া সেবা

ক্রমিক নং

জরিপ কাজের স্তর

কাজের বিবরণ

ট্রাভার্স ও কিস্তোয়ার

এ স্তরে পি-৭০ সিটে ভূমি মালিকের দখলভিত্তিক নতুনভাবে বিনামূল্যে নকশা প্রস্তুত করা হয়। সীমানা বিরোধ কেস (বিডি কেস) দায়ের হলে বিনামূল্যে নিস্পত্তি ব্যবস্থা নেয়া হয়।

খানাপুরী

নকশায় দাগ নম্বর দেয়া এবং মালিকানা ও দখলের ভিত্তিতে মাঠ পরচা বিনামূল্যে প্রস্তুত করা । এ স্তরে বিবাদ দায়ের হলে বিনামূল্যে আবেদন গ্রহণ করে নিষ্পত্তি করা হয়।

এরিয়া নির্ণয় করা এবং বুঝারত কাজের আগে পরচা বিতরণ

নকশার প্রত্যেক দাগের এরিয়া বিনামূল্যে নির্ণয় করা হয়। উক্ত এরিয়া খসড়া, খতিয়ানে লিখে খতিয়ানের অনুলিপি (পরচা) প্রস্তুত করে বুঝারতের পূর্বেই ভূমি মালিকের কাছে বিনামূল্যে বিতরণ করা হয়।

বুঝারত

এ স্তরে দখল মোতাবেক নকশা প্রস্তুত না হলে কিংবা মালিকানা মতে খতিয়ান প্রস্তুত না হলে সরেজমিনে বিনামূল্যে নকশা/খতিয়ান করা হয়। কোন বিবাদ দায়ের হলে বিনামূল্যে গ্রহণ করে তা নিষ্পত্তি করা হয়।

খানাপুরী কাম বুঝারত

ব্লু-প্রিন্ট সিটে মাঠ পর্যায়ে দখলভিত্তিক নকশা প্রস্তুত করে মালিকানা মোতাবেক বিনামূল্যে ভূমিমালিকগণের নামে খতিয়ান প্রস্তুত করা হয় এবং পরচা বিনামূলে ভূমি মালিকের হতে প্রদান করা হয়। কোন বিবাদ দায়ের করা হলে বিনামূল্যে গ্রহণ করে তা নিষ্পত্তি করা হয়।

তসদিক

এ স্তরে মাঠ পর্যায়ে প্রস্তুতকৃত খতিয়ান বিনামূল্যে একজন রাজস্ব অফিসার মালিকানার প্রমান দেখে তসদিক করেন এবং ভূমিমালিকের হাতে তা প্রদান করেন। বদর দরখান্ত/বিবাদ দায়েরের মাধ্যমে বা অন্য কোন কারণে মালিকানা পরিবর্তন হলে সংশোধিত পরচা বিনামূল্যে ভূমিমালিকগণ প্রাপ্ত হবেন।

আপত্তি কেস নিষ্পত্তি

আপত্তি কেস নিষ্পত্তি হলে যদি খতিয়ান সংশোধন হয় তাহলে সংশোধিত খতিয়ানের পরচা কপি ভূমিমালিক বিনাফিতে প্রাপ্ত হন।

আপীল কেস নিষ্পত্তি

আপীল কেস নিষ্পত্তি হলে যদি খতিয়ান সংশোধন হয় তাহলে সংশোধিত খতিয়ানের পরচা কপি ভূমিমালিক বিনাফিতে প্রাপ্ত হন।

খসড়া প্রকাশনা

খসড়া প্রকাশনা কালে নকশা ও খতিয়ান ভূমিমালিক বিনামূল্যে দেখতে পারেন।


সরকারি ফি সাপেক্ষে সেবা

ক্রমিক নং

জরিপ কাজের স্তর

কাজের বিবরণ

বদর দরখাস্ত

তসদিক/আপত্তি/আপীল স্তরে নকশা সংশোধনের জন্য কোন বদর দরখাস্ত দাখিল করা হলে প্রতিটি দাগের ১৫/- টাকা হারে ও পরবর্তী দাগে ০৩/- টাকা হারে বদরফি ডিসিআর এর মাধ্যমে আদায় করা হয়। মৌজার দুরত্ব ০৬ মাইলের অধিক হলে সার্ভেয়ারের ০১ দিনের মূলবেতনের সমপরিমাণ অতিরিক্ত টাকা ডিসিআর এর মাধ্যমে আদায় করে সেবা প্রদান করা হয়।

আপত্তি কেস দায়ের

খসড়া প্রকাশনাকালে কোন ভূমিমালিক আপত্তি কেস দায়ের করলে বিনামূলে আপত্তি কেসের ফরম, নোটিশ সরবরাহ করা হয়। আবেদন ফি বাবদ কোট ফি আকারে ২০/- টাকা, প্রসেস ফি বাবদ প্রতি সাকিনের জন্য ৫০/- টাকা হারে কোট ফি আদায় করে সেবা প্রদান করা হয়।

আপত্তি/আপীল কেসের রায়ের জাবেদা নকল সরবরাহ

আপত্তি/আপীল কেসের রায়ের জাবেদা নকল আবেদনে ২০/- টাকার কোট ফি এবং ফলিওসহ নকলের শব্দ অনুযায়ী ১০/- টাকা হতে ২০/- টাকার কোটফি আদায় সাপেক্ষে কেসের রায়ে সরবরাহ দেয়া হয়।

আপীল কেস দায়ের

আপীল কেস দায়ের করতে বিনামূল্যে নির্দিষ্ট ফরম ভূমি মালিকের কাছে বিতরন করা হয়। কেসের আবেদনে ৪০/- টাকার কোট ফি এবং প্রসেস ফি হিসেবে প্রতি সাকিনের জন্য ৫০/- টাকা করে কোট ফি আদায় সাপেক্ষে কেস গ্রহণ করা হয়।

সকল স্তরের মাঠখতিয়ানের পরচার অবিকল নকল প্রদান

আবেদনে ২০/- টাকার কোট ফি এবং ১০০/- টাকা পরচার অনুলিপি বাবদ ডিসিআর এর মাধ্যমে আদায় করে সেবা প্রদান করা হয়।

চূড়ান্ত প্রকাশনাকালীন মুদ্রিত খতিয়ান ও নকশা বিক্রি

প্রতিটি মুদ্রিত খতিয়ান বাবদ ১০০/- টাকা এবং প্রতিটি মুদ্রিত নকশা বাবদ ৫০০/- টাকা ডিসিআর এর মাধ্যমে আদায় করে ভূমিমালিকের কাছে বিক্রি করা হয়।

এস এস ম্যানুয়েল এর ৫৩৩,৫৩৪ ও ৫৩৭ বিধিতে আবেদন গ্রহণ

আবেদনে ২০/- টাকা কোট ফি আদায় সাপেক্ষে ভূমিমালিকগণকে প্রতিকার প্রদান করা হয়।


                                                                                                                             স্বাক্ষরিত/-

                                                                                                                            (মোঃ শামছুল আজম)

                                                                                                                          জোনাল সেটেলমেন্ট অফিসার

                                                                                                                         দিনাজপুর।